নওয়াপাড়ায় নদী ভরাটি খাস জমি সরকারি দখলে আনয়ন
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া মৌজায় নদী ভরাটি খাস জমি লাল পতাকা স্থাপন করে চিহ্নিত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে লাল পতাকা স্থাপন করা হয়।বুধহাটা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোকাররম হোসেন নওয়াপাড়া মৌজায় অবৈধ দখলের পায়তারাকারীদের ষড়যন্ত্র রুখে দিয়ে বেতনা নদীর তীরে চন্ডিতলা এলাকায় খাস জমিতে লাল পতাকা পুতে সরকারি জমি চিহ্নিত করেছেন।
এসময় স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলামসহ বেশ কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন। চর ভরাটি জমি অবৈধ দখলে নেওয়ার পায়তারা করা হচ্ছিল। এব্যাপারে বুধহাটা ইউপি চেয়ারম্যান উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় উক্ত স্থানের খাস জমিতে কেওড়া গাছ রোপণের মাধ্যমে পার্ক স্থাপনের প্রস্তাব করেন। এছাড়া পৃথক একটি আবেদনও করা হয়।
এখানে কেওড়া পার্ক স্থাপন করলে পাশে খেলার মাঠের সাথে এটি একটি বৃহত্তর বিনোদন কেন্দ্র হিসাবে গড়ে উঠবে। তাছাড়া চন্ডিতলায় প্রতি বছর হাজার হাজার মানুষের সমাগম ঘটে থাকে, রয়েছে পাশে একটি শশ্মান ঘাট, রয়েছে বহু মৎস্য ঘের। এসব স্থানের মানুষের পাশাপাশি এলাকার মানুষের জন্য অবসর সময় কাটানোর একটি সুন্দর পরিবেশ তৈরি করবে এই পার্কটি।
উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় এবং ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে পার্কটি গড়ে তোলা গেলে খাস জমিটি অবৈধ দখলের হাত থেকে রক্ষা পাবে এবং সাথে সাথে বিনোদনের জায়গা না থাকা এলাকার সকল মানুষের জন্য গড়ে উঠবে একটি নতুন পার্ক। ইউপি চেয়ারম্যান আ ব ম মোছাদ্দেক বলেন, নির্জন এলাকায় বিনোদনের সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য কেওড়া পার্ক এবং সাথে সাথে অন্যান্য বৃক্ষ রোপণ ও বিনোদনের জন্য নানান ব্যবস্থা রেখে এটিকে যথাযথ ভাবে গড়ে তুলতে তিনি চেষ্টা চালাবেন। এজন্য তিনি উপজেলা পরিষদ ও প্রশাসনের অনুমতি ও সহযোগিতা কামনা করেন।