সৌদি তেল খনিতে হামলার বদলা;ইরানে গোপন সাইবার আক্রমণ
সৌদি আরবের তেল খনি ও বিশ্বের সবচেয়ে বড় তেল শোধনাগার কেন্দ্রে হামলার বদলা হিসেবে ইরানে গোপন সাইবার আক্রমণ চালিয়েছিল যুক্তরাষ্ট্র।
সেপ্টেম্বরের মাঝামাঝিতে সৌদিতে ইয়েমেনের হুথিদের ওই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, এতে বিশ্বের জ্বালানি বাজারেও অস্থিরতা দেখা দেয়।
রিয়াদ ও ওয়াশিংটন ওই হামলার জন্য ইরানকে দায়ী করে থাকে। যদিও তেহরান এই অভিযোগ নাকচ করে দেয়।
সৌদিতে এই হামলার বদলা হিসেবে সেপ্টেম্বরের শেষের দিকে ইরানে গোপন সাইবার আক্রমণ চালায়। রয়টার্সের একটি অনুসন্ধানী প্রতিবেদনে বিষয়টি উঠে আসে।
নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা জানান, ‘প্রোপাগান্ডা’ ছড়ানোয় ইরানের সক্ষমতাকে ভেঙে দিতে গোপনে এই সাইবার হামলাটি চালানো হয়েছিল।
এক মার্কিন কর্মকর্তা জানান, এই হামলায় ইরানের সাইবার ব্যবস্থার ফিজিক্যাল হার্ডওয়্যারের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তিনি এ ব্যাপারে বিশদ কিছু বলতে রাজি হননি।
বড় ধরনের সংঘাতকে এড়িয়ে ইরানের বিরুদ্ধে বদলা নেওয়ার ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা থেকে এই হামলা চালানো হয়।
তবে ইরান এমন মার্কিন হামলার বিষয়টি অস্বীকার করেছে। দেশটির যোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী মোহাম্মদ জাভেদ আজারি-জাহরমি বলেন, ‘তারা নিশ্চয় স্বপ্ন দেখেছিল।’