জননেত্রী শেখ হাসিনা বলেছেন আগে পড়াশুনা পড়ে রাজনীতি,এমপি রবি
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজের এস.এম.সি ডে ২০১৯ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে কলেজের ছাত্র-ছাত্রীদের আয়োজনে মেডিকেল কলেজের পরীক্ষার হলরুমে কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘সাতক্ষীরা মেডিকেল কলেজ জননেত্রী শেখ হাসিনার উপহার আর সাতক্ষীরাবাসীর স্বপ্ন। মেডিকেল কলেজের সুনামের মধ্য দিয়ে সাতক্ষীরার সুনাম ধরে রাখতে হবে। মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা বলেছেন-আগে পড়া-শুনা পড়ে রাজনীতি। তোমরা তোমাদের পিতা-মাতার স্বপ্ন। সেই স্বপ্নের কথা ভেবে ভালভাবে পড়াশুনা করে ভাল মানের ডাক্তার হতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ডা. মোখলেছুর রহমান, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মেহেদী নেওয়াজ, সাতক্ষীরা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডা.এস.জেড আতিক, সাতক্ষীরা মেডিকেল কলেজের এস.এম.সি ডে ২০১৯ অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ডা. হরষিত চক্রবর্তী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, ডা. মনোয়ার হোসেন, ডা. শামছুর রহমান প্রমুখ। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।