কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়ন যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত
যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়ন যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে।
উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ ও যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু মঙ্গলবার রাত ১০ টায় পৌর কার্যালয়ে ৪৭ সদস্য বিশিষ্ট মজিদপুর ইউনিয়ন যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মনোজ তরফদার, মজিদপুর ইউপির সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগনেতা শহিদুল ইসলাম, কেশবপুর সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুর রহমান, উপজেলা যুবলীগের সদস্য আল হেলাল, পৌর যুবলীগনেতা জয়ভদ্র জগাই প্রমুখ।
মজিদপুর ইউনিয়ন যুবলীগের ঘোষিত সম্মেলন প্রস্তুতি কমিটিতে মনোজ তরফদারকে আহ্বায়ক এবং কামরুজ্জামান পাশা, ওজিয়ার রহমান, তরিকুল ইসলাম টুটুল, রবিউল ইসলাম, রাকিবুল হাসান রানা, আব্দুস সামাদ, আব্দুল হালিম ও ফরহাদ গাজীকে যুগ্ম আহ্বায়ক নির্বাচন করে ৪৭ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে।