ব্রাজিলে ৭ তলা ভবন ধস, নিহত ১ নিখোঁজ ১০
ব্রাজিলের ফোর্টালিজা শহরে ৭ তলা একটি আবাসিক ভবন ধসে পড়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছে। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। দমকল বিভাগ জানিয়েছে, ১০ জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছে অন্তত আরও দশ জন। দেশটির এক গণমাধ্যমে উদ্ধারকর্মীদের দেওয়া তথ্যে এই ঘটনা নিশ্চিত হওয়া গেছে।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এই ঘটনার কারণ এখনও জানা যায়নি।
উদ্ধার অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা বেজারেরা জানিয়েছেন, এটি একটি কঠিন পরিস্থিতি। কিছু বিল্ডিং এখনও ভেঙে পড়ার আশঙ্কা আছে।
Please follow and like us: