কলারোয়ায় উপজেলা আওয়ামী লীগের দুর্নীতিবিরোধী সমাবেশ ও র্যালি
কলারোয়ায় উপজেলা আওয়ামী লীগের দুর্নীতিবিরোধী সমাবেশ ও র্যালি রোববার বিকেলে কলারোয়া ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ দুর্নীতিবিরোধী সমাবেশে বক্তারা বর্তমান সরকারের দুর্নীতিবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান। বিশাল এ সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আরাফাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বেনজীর হেলাল, ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন আল মাসুদ বাবু, ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মফে, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক আব্দুর রহমান, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কেঁড়াগাছি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, বিশাখা তপন সাহা প্রমুখ। সমাবেশ শেষে উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে দুর্নীতিবিরোধী এক বিরাট র্যালি পৌরশহর প্রদক্ষিণ করে।
Please follow and like us: