শ্যামনগরে পল্লী বিদ্যুতের পাওয়ার মেশিন উদ্বোধন
অবশেষে শ্যামনগর পল্লী বিদ্যুৎ সমিতির সাব জোনাল অফিসের আওতায় সাব-স্টেশনে উদ্বোধন করা হয়েছে পল্লী বিদ্যুৎ এর ১০ এমভি পাওয়ার মেশিন। আজ ১২ অক্টোবর শনিবার বেলা ১১ টায় শ্যামনগর উপজেলায় পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে ১০ এমভি ক্ষমতা সম্পন্ন মেশিন চালু হলো। অনুষ্ঠানিক ভাবে এ মেশিন উদ্বোধন করেন পল্লী বিদ্যুৎ সমিতির খুলনা বিভাগীয় এসি মনিরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) সন্তোষ কুমার সাহা, কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জিয়াউর রহমান, শ্যামনগর পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল কর্মকর্তা এজিএম মধুসুধন রায়। শ্যামনগর সাব স্টেশন পাওয়ার হাউজে শনিবার হতে ১০ এমভি মেশিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে চালু করেছেন বিদ্যুৎ বিভাগের ডি ডি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঢাকা। শ্যামনগর পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলায় ৮ থেকে ৯ এমভির মত বিদ্যুৎ ব্যায় হয়। সেখানে ১০ এমভি মেশিন বসানোয় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।