সাতক্ষীরায় জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আন্দোলন সংগ্রাম ও সফলতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাতক্ষীরায় র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় জাতীয় শ্রমিকলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পলিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বেলা ১১টায় শহরের পুরাতন বাস স্টান্ড এলাকায় জাতীয় শ্রমিকলীগের সভাপতি ছাইফুল করিম সাবুর সভাপতিত্বে ও জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম.এ খালেক’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। উদ্বোধক ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন সাহিন, সহ-সভাপতি এডিশনাল পিপি অ্যাডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগ, পৌর শ্রমিক লীগের সভাপতি মো. জোহর আলী, সাধারণ সম্পাদক মো. রমজান আলী, সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব মো. জাহিদ হোসেন খান, তালা উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুর জব্বার, কলারোয়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিম, আশাশুনি উপজেলা শ্রমিকলীগের সভাপতি শামছুল আলম ঢালী, শ্যামনগর উপজেলা শ্রমিকলীগের সভাপতি লিয়াকত আলী, দেবহাটা উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, কালিগজ্ঞ উপজেলা শ্রমিকলীগের সভাপতি শাহাজালাল, মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, শেখ নুরুল্লাহসহ জেলা, সদর, পৌর আওয়ামীলীগ ও জাতীয় শ্রমিক লীগ জেলার বিভিন্ন ট্রেড ও বেসিক ইউনিয়নের শ্রমিক নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক।