বাঁশদহায় বজ্রপাতে যুবকের মৃত্যু
সাতক্ষীরা সদর উপজেলার এক নম্বর বাঁশদহা ইউনিয়নে বাঁশদহা কাজিপাড়া গ্রামের ইনসার আলী মোল্লার পুত্র ইসার আলী বজ্রপাতে মৃত্যু হয়েছে।
তার পারিবারিক সূত্রে জানাযাই গত সোমবার সকালে ইসার আলী প্রতিদিনের ন্যায় খুব ভোরে কাজের জন্য মাঠে যাই। ঐদিন সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ইসার আলীর মৃত্যু হয়। সকাল গড়িয়ে দুপুর হলেও ইসার আলী কোন খোঁজ না দেখে পরিবারের লোকজন চিন্তায় পড়ে যাই। অনেক খোঁজা-খুজির পরে গ্রামের লোকজন মাঠের দিকে খুজতে গেলে তাকে মৃত্যু অবস্থায় মাঠের মাঝখারে পড়ে থাকতে দেখে। এসময় তার গায়ের লোম ও গেঞ্জিতে বজ্রপাতের পুড়া দাগ পাওয়া যাই। ইসার আলীর মৃত্যুর সময় বাবা,মা স্ত্রী ও দুই বছরের একটি শিশু কন্যা রেখে যান। আজ ৮ অক্টোবর দুইটার সময় তার নিজ বাস ভবনে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
Please follow and like us: