দেবহাটা সখিপুর চেয়ারম্যান পদে দোয়া প্রার্থীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন
দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন দেবহাটা উপজেলা আ.লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন চেয়ারম্যানের পদে দোয়া প্রার্থী আব্দুল আজিজ। সোমবার সন্ধ্যা ৭টা থেকে শুরু করে ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এ সময় তিনি পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দদের সাথে কুশল বিনিময় করেন। সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে শারদীয় দূর্গা পূজা সম্পন্ন করতে বিভিন্ন বিষয়ে খোজ খবরও নেন। মহা নবমীতে সখিপুর পাল পাড়া সার্বজনীন দূর্গা পূজা মণ্ডপ, পাকড়া তোলা সার্বজনীন দূর্গা পূজা মণ্ডপ সহ বিভিন্ন স্থানে পরিদর্শন করেন।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী আব্দুল আজিজ।
সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুজ্জামান সাদ্দাম, সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হক, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, তাঁতিলীগের সভাপতি আবু রায়হান সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।