স্বর্না আক্তারের ধর্ষণ মামলা তুলে নিতে রবিউলের আত্মীয়দের হুমকি অব্যাহত
শ্যামনগরের শ্রীফলকাটি গ্রামের কলেজ ছাত্রী ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত করানোর মামলাটি তুলে নিতে প্রতারক রবিউলের আত্মীয়রা হুমকি ও টাকার প্রস্তাব দিচ্ছে। টাকার প্রস্তাব ও হুমকির ব্যাপারে মুখ না খুলতেও শাসানো হচ্ছে। কলেজ ছাত্রী শ্যামনগর উপজেলার নকিপুর মাজাট গ্রামে তার চাচা একব্বার গাজীর বাড়িতে আসা যাওয়ার পথে একই গ্রামের অজিয়ার সরদারের ছেলে রবিউলের সাথে প্রেম সম্পর্ক গড়ে ওঠে।
বিয়ের প্রলোভন দেখিয়ে রবিউল তার বাড়িতে বিভিন্ন সময় ওই ছাত্রীকে ধর্ষণ করে। এক পর্যায় ছাত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গত ২২ সেপ্টেম্বর প্রতারক প্রেমিক রবিউল বিয়ের কথা বলে তাদের বাড়িতে দেখে নিয়ে জোর পূর্বক অপরিচিত গ্রাম্য ডাক্তার দ্বারা সন্তান নষ্ট করে দেয়।
এ ঘটনায় ওই কলেজ ছাত্রী বাদী হয়ে ১ অক্টোবর রবিউল সহ সহায়তা কারীদের নামে শ্যামনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী)/০৩ এর ৯(১)/৩০ তৎসহ -৩১৩ পেনাল কোড- ১৮৬০ ধারায় ১/৩১৭ নং মামলা করে।
মেয়ের বাবা একজন অসহায় গরীব দিনমুজুরীর কাজ করে কোন রকমে জীবিকা নির্বাহ করে। বর্তমানে আসামী রবিউলের আত্মীয়রা মেয়ের বাবা ও সাক্ষীদের মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে ও টাকা নিয়েও মীমাংসা করার হুমকি অব্যাহত রেখেছে।
বর্তমানে মামলার বাদী ও তার পিতামাতা নিরাপত্তা হীনতায় বসবাস করছে। এ ঘটনায় তারা জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।