এনইউবিটি খুলনার ছাত্র মারজানের বাংলাদেশের প্রতিনিধিত্ব
বিশ্বের ভবিষ্যৎ নেতৃত্বকে আরও জোরদার এবং দক্ষ করার উদ্দেশ্যকে সামনে রেখে প্রতি বছর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থিত ইউনাইটেড ন্যাশন কনফারেন্স সেন্টারে “ফিউচার লিডার কংগ্রেস” এর আয়োজন করা হয়।এই কংগ্রেসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তরুণ এবং মেধাবী নেতারা বিভিন্ন বাছাই প্রক্রিয়ার মাধ্যমে অংশগ্রহণের সুযোগ পায়। এই কংগ্রেসের মূল উদ্দেশ্য বিশ্বের ভবিষ্যৎ নেতৃত্বকে আরও দক্ষ এবং বিশ্বের তরুণ নেতাদের মধ্যে একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি করা।
যারই ধারাবাহিকতায় এই বছর ০৪-০৬ আগস্ট ২০১৯ “ফিউচার লিডার কংগ্রেস ২০১৯” এর আয়োজন করা হয়। কংগ্রেসে বিশ্বের ২৩ টি দেশ থেকে ১২২ জন ডেলিগেট বিভিন্ন বাছাই প্রক্রিয়ার মাধ্যমে অংশগ্রহণের সুযোগ পায়। বাংলাদেশ থেকে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার ইংরেজি বিভাগের ছাত্র এইচ এম মারজান অংশগ্রহণের সুযোগ পেয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।