শার্শার বাগআঁচড়া ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১
শার্শার বাগআঁচড়ার ময়ুরী সিনেমা হলের সামনে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রাব্বী (২০) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
শনিবার সকালে নাভারণ-সাতক্ষীরা মহসড়কের এ দুর্ঘটনা ঘটে।নিহত রাব্বী শার্শা থানাধীন রাড়িপুকুর গ্রামের রফিকুলের ছেলে।
নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটু মিয়া জানান, সকালে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া ময়ুরী সিনেমা হলের সামনে যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী রাব্বী নিহত হয়।
খবর পেয়ে নাভারণ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us: