সঙ্গিনী থাকলে ছেলেরা আরো ভালো খেলতে পারে
বিদেশ সফরে ক্রিকেটারদের পরিবার বা বান্ধবীকে সঙ্গে থাকার অনুমতি না দেওয়ার সিদ্ধান্তে একহাত নিলেন টেনিস তারকা সানিয়া মির্জা। তার মতে দলগত খেলায় সফর চলাকালীন স্ত্রী, বান্ধবী, পরিবার সঙ্গে থাকলে পুরুষরা আরও ভাল পারফর্ম করতে পারে।
বিশ্বকাপে পাকিস্তানের হারের জন্য তাকে দায়ী করা নিয়ে প্রশ্ন করলে সানিয়া বলেন, ‘আমি তো ওদেশের মেয়েও নই, আমার আর কী ক্ষমতা থাকতে পারে।’
এই প্রসঙ্গেই সানিয়া বিরাট-আনুশকাকে নিয়ে বলেন, ‘বিরাট যদি শূন্য রান করে, তা হলে আনুশকা শর্মাকে দায়ী করা হয়। বিরাটের শূন্য করার সঙ্গে অনুশকার কী সম্পর্ক? এর কোনও অর্থ হয় না।’
সানিয়ার মতে, এটা প্রমাণ হয়ে গিয়েছে যে দলগত খেলায় পুরুষরা সফর চলাকালীন স্ত্রী, বান্ধবী, পরিবার সঙ্গে থাকলে আরও ভাল পারফর্ম করতে পারে। কারণ নিজের ঘরে আসার পরে তারা আরও খুশি হয়ে ওঠে। তিনি বলেন, ‘ওদের আর শূন্য ঘরে ফিরে আসতে হয় না তখন। একসঙ্গে নৈশভোজেও যেতে পারে। স্ত্রী বা সঙ্গিনী সঙ্গে থাকলে সেটা সেই খেলোয়াড়কে আরও সমর্থন, ভালবাসা দেয়।