সাতক্ষীরার দুই পত্রিকার সম্পাদকসহ ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় তালা সদর প্রেসক্লাবের নিন্দা জ্ঞাপন
সাতক্ষীরার দুই পত্রিকার সম্পাদকসহ ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় তালা সদর প্রেসক্লাবের সদস্যরা নিন্দা জানিয়েছে।
এ সময় ডিজিটাল নিরাপত্তা আইনে সাতক্ষীরার প্রকৃত সাংবাদিকদের হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যহার করার দাবি করেন।
এসময় বক্তারা বলেন, সাংবাদিক বা সংবাদ পত্র করো শত্রু না। সাংবাদিকরা সংবাদ প্রকাশ করবে এটায় তাদের কাজ। আপনারা যেটা করেছেন সাংবাদিকরা সেটায় প্রকাশ করেছে। তার জন্য সংবাদিকাদের বিরুদ্ধে হামলা মামলা চালিয়ে তাদের সংবাদ প্রকাশের অধিকার হরণ করার চেষ্টা করবেন না বরং আপনার ভালো কাজ করেন সাংবাদিকরা আপনাদের ভালো কাজের চিত্র যেনো সমাজের মানুষের কাছে তুলে ধরতে পারে।
নিন্দা দাতারা হলেন, তালা সদর প্রেস ক্লাবের সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক আকবর হোসেন, সাংগঠনিক ইলিয়াস হোসেন, সদস্য মামুন রেজা, উজ্জ্বল হোসেন, মনিরুজ্জামন, অমল সেন, বিশ্ব নাথ গুহ প্রমুখ
উল্লেখ, পত্রিকায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাতক্ষীরা থেকে প্রকাশিত পাঠকনন্দিত পত্রিকা ‘দৈনিক পত্রদূত’ পত্রিকার সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি ও ‘দৈনিক কালের চিত্র’ পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদসহ ৬ সাংবাদিকের বিরুদ্ধে আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।