সাতক্ষীরায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি:
”বৈশ্বিক প্রতিযোগিতায় উৎপাদনশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০১৯ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় র্যালিটি সাতক্ষীরা শহরতলির পোষ্ট অফিস মোড় থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে যেয়ে শেষ হয়। শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: বদিউজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক শিল্পনগরীর উপ-ব্যবস্থাপক গৌরব দাস। বিশেষ অতিথি ছিলেন বিসিক শিল্প নগরী কর্মকর্তা আনোয়ার উল্লাহ ও বক্তব্য রাখেন বিসিক শিল্প মালিক সমিতি ও নাসিব সভাপতি জি এম নুর ইসলাম রনি, সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, কোষাধ্যক্ষ শাহাজানাহান আলম, মোবাশ্বের হোসেন সাইফুল ইসলাম প্রমুখ। সাতক্ষীরা জেলা প্রশাসন ও বিসিকের আয়োজনে জেলার সকল শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Please follow and like us: