শ্যামনগরে দুর্গাপূজা উদযাপনে আইনশৃঙ্খলা বিষয়ক সভা ও জিআর চাউল বিতরণ
শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গা পূজা আনন্দ ঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক সভা ও পূজা মন্ডপগুলিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জিআর চাউলের ডিও বিতরণ করা হয়। আজ ০১ অক্টোবর সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। প্রধান অতিথি বলেন, ধর্ম যার যার উৎসব সবার এবং দূর্গা পূজা শুধু সনাতন ধর্মালম্বীদের অনুষ্ঠান নয়, এটি বাঙালীরও উৎসব।
তিনি উপস্থিত পূজা উদযাপন কমিটি ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্দেশ্যে আরও বলেন, সকল পূজা মন্ডপে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি ও থানা অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা।
এছাড়া উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা পূজা উদযাপন কমিটি, ইউনিয়ন পূজা উদযাপন কমিটি ও ৬৫ টি পূজা মন্ডপের সভাপতি/সম্পাদক উপস্থিত ছিলেন। থানা অফিসার ইনচার্জ সকল পূজা মন্ডপ নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, পূজা মন্ডপ গুলিতে বিশেষ নিরাপত্তায় বলয় গড়ে তোলা হবে। কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না হয় সেদিকে সর্বোচ্চ নজরদারি থাকবে। এসময় পল্লী বিদ্যুৎ সমিতি কালিগঞ্জ সার্কেলের এজিএম পূজার দিনগুলিতে পূজা মন্ডপে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দেন।
সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আকবর কবীর, ১২টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, সকল পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিজিবি, কোষ্টগার্ড, র্যাব, নৌ-পুলিশ ও আনসার ভিডিপির প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ প্রতিটি পূজা মন্ডপের সভাপতি/সেক্রেটারীর হাতে প্রধান অতিথি এমপি জগলুল হায়দার ও বিশেষ অতিথিবৃন্দ ৫০০ কেজি জিআর চাউলের ডিও তুলে দেন।