জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০১৯ এর শুভ উদ্বোধন
জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০১৯ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা পৌরসভার স্বাস্থ্য বিভাগের আয়োজনে, রোগ নিয়ন্ত্রণ শাখা মহাখালি ঢাকার সহযোগীতায় মঙ্গলবার সকাল ৯টায় শহরের ইটাগাছা আদর্শ সরকারি প্রাঃ বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ০১-০৭ অক্টোবর ২০১৯ সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ০৫ থেকে ১৬ বছর বয়সের প্রায় ৩০ হাজার শিশুর একটি করে কৃমি নাশক ট্যাবলেট ভরা পেটে খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র তাজকিন আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ কামাল উদ্দীনের পরিচালনায় উপস্থিত ছিলেন, পৌর টিকাদানকারী সুপার ভাইজার ইবাদুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ।
Please follow and like us: