সাতক্ষীরা থেকে প্রকাশিত সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার ৬ষ্ঠ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
আজ মঙ্গলবার বেলা ১১ টায় সাতক্ষীরা থেকে প্রকাশিত সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার ৬ষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় পত্রিকাটির প্রধান কার্যালয় মুক্ত-স্বাধীন প্লাজায়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি সাফল্য মতিন্ড করেন সতক্ষীরা জেলা সংবাদ পত্র পরিষদের আহবায়ক দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলাম,সম্মানিত সদস্য দৈনিক কালের চিত্র সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ , দৈনিক পত্রদূত এর উপদেষ্টা সম্পাদক সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ই ইলাহী, দৈনিক আজকের সাতক্ষীরা সম্পাদক মহাসিন হোসেন বাবলু, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী,দৈনিক প্রথম আলো পত্রিকা সিনিয়র স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপ্পী, ও সাতক্ষীরা পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, উপস্থিত থেকে কেক কাটার অনুষ্ঠানটি সম্পন্ন করেন।
সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালাম এর সভাপতিত্বে এবং উক্ত পত্রিকার নির্বাহী সম্পাদক দৈনিক ভোরের পাতা, দৈনিক দেশ সংযোগ জেলা প্রতিনিধি ও দৈনিক পত্রদুত স্টাফ রিপোর্টার এস এম মহিদার রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি বৃন্দদয় কেক কেটে মুক্ত স্বাধীন সম্পাদক সহ অন্যান্য অতিথিদের মুখে তুলে দেন। এ সময় দৈনিক কালের চিত্র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ তার সংক্ষিপ্ত বক্তব্যে সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকাটির উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে বলেন সাপ্তাহিক মুক্ত স্বাধীন তার নিজস্ব গতিতে এগিয়ে চলুক এবং দীর্ঘজীবী হোক। এ সময় আরো উপস্থিত ছিলেন পত্রিকাটির সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ লাভলু আক্তার, স্টাফ রিপোর্টার ও দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি শেখ হাসান গফুর, স্টাফ রিপোর্টার জাহিদ হাসান, ভ্রাম্যমাণ প্রতিনিধি সাইফুল আজম খান মামুন,স্টাফ রিপোর্টার মোশারাফ হোসেন, ভোমরা স্থল বন্দর প্রতিনিধি মোঃ আনছার আলী, কালিগঞ্জ ঝাউডাঙ্গা প্রতিনিধি ইসলাম বাপ্পী, শোভনালী প্রতিনিধি ইছাক আলী, অফিস স্টাফ ররবিউল ইসলাম, জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।