জেলা সমবায় সমিতির সদস্যবৃন্দের মধ্যে গণশুনানি সম্পন্ন
যুগ্ম নিবন্ধক মো:মিজানুর রহমান বিভাগীয় সমবায় কার্যালয়ে খুলনা মহোদয়ের উপস্থিতিতে,জেলা সমবায় কার্যালয় সাতক্ষীরাতে আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সমবায় সমিতির সদস্যবৃন্দের মধ্যে গনশুনানি কার্যক্রম সম্পন্ন হয়।
উক্ত, সভায় বক্তব্য রাখেন সভাপতি জনাব সোয়েবা আক্তার, জনাব মমতাজ বেগম, সভানেত্রী সুন্দরবন সমবায় সমিতি লিমিটেড,জনাব লিলি বেগম সভানেত্রী শুভেচ্ছা মহিলা সমবায় সমিতি লিমিটেড, জনাব মারুফ হোসেন সভাপতি সাউথওয়েস্ট বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, ডেইজি পারভীন সভানেত্রী শুভ মহিলা সমবায় সমিতি লিমিটেড, ও জনাব মোঃ মোকলেছুর রহমান সম্পাদক সাতক্ষীরা নৃতাত্ত্বিক আদিবাসী শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড।
সভাপতিত্ব করেন জনাব মোঃ হাসান মাহমুদ,জেলা সমবায় আদিবাসী,সাতক্ষীরা ।
উপস্থিতি ছিলেন খান তৈয়েবুর রহমান, জনাব রামপ্রসাদ ঢালী সহকারী পরিদর্শক ও প্রশিক্ষক মোঃ আশরাফ আলী সহ প্রমূখ।