বর্জ্য থেকে তেল-গ্যাস-বিদ্যুৎ উৎপাদন করবে বাংলাদেশ
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বাংলাদেশে। শুরুতে এ বিষয়ে পরীক্ষামূলক একটি প্লান্ট পরিচালনা করবে ঢাকা উত্তর করপোরেশন কতৃপক্ষ। পরীক্ষামূলক এই প্লান্টটি সফল হলে ভবিষ্যতে এ বিষয়ে বৃহৎ পরিকল্পনা গ্রহণ করবে বাংলাদেশ।
স্থানীয় সরকার বিভাগ (এলজিডি) ও বিদ্যুৎ বিভাগ সুত্রে জানা গেছে, এই প্রকল্পটি বেসরকারি খাতে বাস্তবায়ন করা হবে। পরে এটা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কিনে নিবে। এছাড়া প্রকল্পটিতে স্পন্সর করার জন্য কোন টিপিং ফি থাকবে না। সিটি কর্পোরেশনের চুক্তি অনুসারে প্রকল্পের জন্য পর্যাপ্ত বর্জ্য সরবরাহ করা নিশ্চিত করবে সরকার।
এ প্রসঙ্গে আলাপকালে বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব মোহাম্মাদ আলাউদ্দিন বলেন, এটি প্রথমে পাইলট ভিত্তিতে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনে পরীক্ষা করে দেখা হবে। যদি সফল হয় তবে ধীরে ধীরে এটি দেশের সর্বত্রে বাস্তবায়ন করার লক্ষ্য থাকবে আমাদের।
খোঁজ নিয়ে জানা গেছে, চীন এবং এশিয়ার অনেক দেশই এর আগে এই ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। বাংলাদেশ সরকারও এ ধরনের প্রকল্পের বিষয়ে আগ্রহী। গত ২০ বছরে এ নিয়ে বেশ কয়েকবার উদ্যেগ নেওয়াও হয়েছিলো। তবে সময়োযুগী না হওয়ায় তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
এই প্রকল্পটি কেনো বাস্তবায়ন হয়নি সেটার পক্ষে বিপিডিবির এক শীর্ষ কর্মকর্তা বলেন, সরকারি সংস্থাগুলিতে একত্ব, নীতিগত সহায়তা এবং ব্যয় কার্যকারিতার কারণে এটি এর আগে সফল হয়ে ওঠেনি।