আহ্লেহাদীছ আন্দোলনের কলারোয়া উপজেলা কমিটির পূণঃগঠন
গত ২৯ সেপ্টেম্বর রোববার বিকাল ৪টায় কলারোয়া আহ্লেহাদীছ কমপ্লেক্সে আহ্লেহাদীছ আন্দোলন বাংলাদেশ কলারোয়া উপজেলার উদ্যোগে উপজেলা সভাপতি আলহাজ্ব মাওঃ রবিউল হকের সভাপতিত্বে এক কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আহ্লেহাদীছ আন্দোলনের প্রধান উপদেষ্ঠা প্রফেসর মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আলহাজ্ব মাওঃ মোঃ আলতাফ হোসেন, জেলার সহ-সভাপতি আলহাজ্ব মাওঃ ফজলুর রহমান, ঢাকা জেলা প্রচার সম্পাদক হাফেজ মাওঃ শামছুর রহমান আজাদী প্রমুখ।
আলোচনা শেষে আলহাজ্ব মাওঃ রবিউল হক কে সভাপতি ও অধ্যাপক মাওঃ মোফলেহুর রহমান কে সাধারণ সম্পাদক করে এগারো সদস্য বিশিষ্ট্য আহ্লেহাদীছ আন্দোলনের কলারোয়া উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্য হলেন সহ-সভাপতি অধ্যাপক মোঃ মহসীন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, অর্থ সম্পাদক অধ্যাপক মশিউর রহমান, প্রচার সম্পাদক অধ্যাপক মোঃ আল মামুন, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ মোঃ আনোয়ার এলাহী, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফিজ মাওঃ গোলাম রহমান, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আব্দুল মালেক, যুব বিষয়ক সম্পাদক আলহাজ মোঃ আব্দুল লতিফ সরদার, দপ্তর সম্পাদক আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান।
এছাড়া প্রধান শিক্ষক(অব:) এবিএম বনি আমিনকে প্রধান উপদেষ্টা করে ৭ সদস্যের উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়। অন্যান্য উপদেষ্টারা হলেন, মাওঃ মোঃ মোতালেব হোসাইন, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম, অধ্যাপক মোঃ কামরুজ্জামান পলাশ, মাস্টার মোঃ বদরুজ্জামান ও ডাঃ মোঃ আব্দুল জব্বার। অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় প্রশিক্ষক সম্পাদক আলহাজ্ব মাওঃ আলতাফ হোসাইন নবগঠিত কমিটির সদস্য মন্ডলীকে শপথ পাঠ করান।