কালিগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ এর উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন পালন
প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালনে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে জম্মদিন পালন অনুষ্ঠানে বিএলএফ এর কমান্ডার উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব খান আসাদুর রহমান এর সভাপতিত্বে।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার শেখ মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা খাঁন আহছান উল্লাহ , কুশুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী মোফাখ্খারুল ইসলাম নীলু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ রিপোর্টাস ক্লাবের দপ্তর সম্পাদক গাজী মিজানুর রহমান, সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কালিগঞ্জ উপজেলা কমিটির সাধারন সম্পাদক গোলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়নের রোল মডেল দূরদর্শী ও বলিষ্ঠ নেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জম্ম দিনে কেক কাটা ও পরে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সম্প্রতি জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুনদের দখতা উন্নয়নে বাংলাদেশের অসামন্য সাফল্যের স্বীকৃতি স্বরুপ ইউনিসেফের চ্যাম্পিয়ান অব স্কিুল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ পুরস্কার ও টিকাদানে সাফল্যোর কারনে ভ্যাকসিন আর্ন্তজাতিক পুরস্কার পাওয়ায় অভিনন্দন ও তার দীর্ঘু কামনা করেন।