আলোচনার প্রস্তাব নিয়ে ট্রাম্প ও রুহানির পাল্টাপাল্টি বক্তব্য
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, যুক্তরাষ্ট্র তার দেশের ওপর থেকে সব ধরনের অবরোধ প্রত্যাহার করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। খবর রয়টার্সের।
গতকাল নিউ ইয়র্কে প্রেসিডেন্ট রুহানি বলেন, জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনের মাধ্যমে প্রস্তাব দেওয়া হয়েছিল, ইরান যদি আলোচনায় বসে তাহলে যুক্তরাষ্ট্র সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। রুহানি বলেন, ইরান আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু এর আগেই সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং চাপ থেকে মুক্তি দিতে হবে।
তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল টুইট বার্তায় বলেছেন, ইরান চেয়েছিল আলোচনা করতে। এর বিনিময়ে তারা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করেছিল। কিন্তু আমি নাকচ করে দিয়েছি।
Please follow and like us: