সাংবাদিক শিমুর ১৫মত মৃত্যু বাষিকী উপলক্ষে গ্রামের বাড়ীতে দোয়া ও মোনাজাত অনুষ্টিত
তালা দক্ষিন নলতা গ্রামের মৃত হানিফ আলী গাজীর পুত্র সাংবাদিক গাজী হাবিবুর রহমান শিমু’র ১৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তাঁর কবর জিয়ারত, বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি তালা রিপোর্টার্স ক্লাব’র প্রতিষ্ঠাকালীন সাধারন সম্পাদক, দৈনিক ইত্তেফাক ও লোকসমাজ প্রতিনিধি ছিলেন।
প্রতি বছরের ন্যায়, এবারও শুক্রবার জুম্মা নামাজ বাদ, মরহুমের বাড়ীর পাশে মসজিদে মিলাদ মাহফিল, দোয়া ও মসজিদের পাশে তার কবর জিয়ারত করা হয়। কবর জিয়ারতকালে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। গ্রামের শতশত মুসুল্লিসহ তালা উপজেলার সাংবাদিকবৃন্দ তার দোয়া অনুষ্ঠানে শরীক হন। এ ছাড়া একই দিনে তার বড় বোন তেতুলিয়া ইউনিয়নের শিরাশুনি গ্রামের ৩বার নির্বাচিত মহিলা ইউপি সদস্য মৃত তানজিলা হোসেন শিখারও দোয়া ও মোনাজাত করা হয়।
সাংবাদিক শিমুর দোয়া ও মোনাজাতের সার্বিক দায়িত্বে ছিলেন মেঝভাই প্রাক্তন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান তিতু, সেজভাই জিএম খলিলুর রহমান লিথু, শিমুর স্ত্রী ফিরোজা রহমানসহ বাড়ীর পরিবারবর্গ। মোনাজাতের পর নিজ বাড়ীতে মুসুল্লিদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।
সাংবাদিক শিমুর সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন, তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন, সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান, মরহুম সাংবাদিক শিমু’র বড় ভাই জি.এম. মোস্তাফিজুর রহমান তিতু, তালা সদর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ আকবর হোসেন, সাংবাদিক জি.এম. খলিলুর রহমান লিথু, প্রভাষক এস.আর. আওয়াল, ইলিয়াস হোসেন, শেখ সিদ্দিক, মো. আফতাব হোসেন, আব্দুর রহমান, এহসানুল হক, শাহীন, পার্থ, কাজী জীবন, আব্দুস সালাম এবং মরহুমের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।