কেশবপুরের আলতাপোল ১২ দলীয় ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে আলতাপোল তালতলা ফুটবল একাদশের জয়
যশোরের কেশবপুরে আলতাপোল আজাদ স্পেটিং ক্লাবের আয়োজনে শুক্রবার বিকালে ক্লাবের মাঠে ১২ দলীয় আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের প্রথম খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় আলতাপোল তালতলা ফুটবল একাদশ টাইব্রেকারে আলতাপোল শিল্পপাড়া ফুটবল একাদশকে ৪-২ গোলে পরাজিত করে জয়লাভ করে।
আলতাপোল আজাদ স্পেটিং ক্লাবের সাধারণ সম্পাদক ও কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবীর হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান গৌতম রায়, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, এ এস আই মনির হোসেন, খেলা পরিচালনা কমিটির আহবায়ক রাশেদ বিশ্বাস, নজরুল ইসলাম, সাজ্জাত হোসেন, কেশবপুর সদর ইউনিয়ন যুবলীগনেতা আব্দুর রাজ্জাক প্রমুখ।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন আলতাপোল তালতলা ফুটবল একাদশের গোলরক্ষক রফিকুল ইসলাম। খেলা পরিচালনা করেন আতিয়ার রহমান, শওকত হোসেন ও আব্দুর রাজ্জাক।