প্রধানমন্ত্রীর সঙ্গে বিল গেটসের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে অন্যতম ব্যক্তি বিল গেটস। বুধবার সকালে যুক্তরাষ্ট্রে হোটেল লোটে প্যালেসে এসে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা।
বিল গেটস ও শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
বিল গেটস ছাড়াও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর ফাতো বেনসুদা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্রানডি এবং ইউনেস্কোর সাবেক মহাপরিচালক ইরিনা বোকোভা।
বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। ১৯৯৮ সালে বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটসের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয় দাতব্য সংস্থা ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’। ৫১ বিলিয়ন ডলারের বেশি তহবিল নিয়ে বিশ্বের সবচেয়ে বড় দাতব্য সংস্থাগুলোর একটি এটি।