পাটকেলঘাটায় ভ্রাম্যমাণ আদালতে এক বকাটে যুবককে ছয়মাসের কারদণ্ড প্রদান
আজ ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার পাটকেলঘাটায় নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বকাটে যুবককে ছয় মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে ।দণ্ডপ্রাপ্ত ঐ যুবক থানার তৈলকুপি গ্রামের আফসারুল মোল্লার পুত্র ইয়সিন মোল্লা (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে পাটকেলঘাটায় ওভারব্রিজের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় অভিযুক্ত ঐ যুবক কুমিরা মহিলা কলেজের পাশে মেয়েদের উত্যক্ত করছিল ।এসময় স্থানীয়রা তাকে আটক করে খবর দেয়।
খবর পেয়ে সেখানে উপস্থিত জনতার সামনে পাটকেলঘাটার নির্বাহী ম্যাজিস্ট্রেট(এসিল্যান্ড) খন্দকার রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬মাসের কারাদন্ড প্রদান করেন। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্য (তদন্ত) জেল্লাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার বলেন, আটককৃত ঐ যুবককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।