কেশবপুর উপজেলা কোয়ার্টারে দিনের বেলায় লুটের চেষ্টা, ১ কিশোর আটক
যশোরের কেশবপুর উপজেলা কোয়ার্টারে দিনের বেলায় লুটের চেষ্টায় সাইফুল্লাহ (১৩) নামে এক কিশোর আটক হয়েছে।
উপজেলা পরিষদ ক্যাম্পাসের কোয়ার্টারে বসবাসকারী এলজিডি অফিস সহকারী হামিদুল ইসলামের স্ত্রী তাসলিমা সুলতানা জানান, বুধবার সকালে তার স্বামী অফিসে যাওয়ার পর সাড়ে ১০ টায় আমি আমার শিশু সন্তানকে স্কুলে পৌছিয়ে বাসায় প্রবেশ করার পর ৩ জন কিশোর ছুরি ও চাকু হাতে মুখ বাঁধা অবস্থায় তার বাসায় প্রবেশ করে আমাকে সোপার সাথে হাত ও মুখ বেঁধে ফেলে।
প্রথমে তারা আমার মোবাইলটা কেড়ে নেয়। এসময় আমার চিৎকারে প্রতিবেশি ও পথচারীরা এগিয়ে আসলে ২ জন কিশোর মোবাইলটা নিয়ে পালাতে স্বক্ষম হলেও ১ জনকে জনগণ হাতেনাতে আটক করে। আটক সাইফুল্লাহ (১৩) তালা উপজেলার মাছিয়াড়া গ্রামের রেজাউল ইসলাম মোড়লের পূত্র। আটক কিশোর জানায়, তারা ৩ জনই কেশবপুর মিফতাহুল উলুম মাদ্রাসার হেফজো খানার ছাত্র। আটক কিশোরকে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।