ভোমরা স্থলবন্দরের সক্ষমতা বাড়িয়ে খুব শীঘ্রই পূর্ণাঙ্গ বন্দর করা হবে-নৌপরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিত ভোমরা স্থলবন্দর উপদেষ্টা কমিটির ৫ম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় ভোমরা স্থলবন্দর প্রশাসনিক ভবনের হলরুমে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন,‘আগামী দিনে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হবে দেশের একটি বৃহৎ বন্দর। ভোমরা স্থলবন্দরের সক্ষমতা বাড়িয়ে খুব শীঘ্রই পূর্ণাঙ্গ বন্দর করা হবে। তখন এ পোর্ট দিয়ে সকল পণ্য আমদানী রপ্তানী করা যাবে। ভোমরা বন্দর এলাকায় হাইওয়ে পের্ট থানা তৈরী হবে এবং ভোমরা স্থলবন্দর জিরো পয়েন্ট থেকে ৩কিঃ মিঃ ৪ লেনের কংক্রিট রাস্তা করা হবে। দেশের সকল জেলাকে উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনা একচোখে দেখেন। আওয়ামী লীগ আগ্রাসী রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ উন্নয়নমুখী ও গণতন্ত্রে বিশ^াসী। আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল। তখন অনেক অত্যাচার সহ্য করেছে। কিন্তু কোনভাবে কারও উপর প্রতিশোধ নেয়নি। কারণ আওয়ামী লীগ হিংসাত্বক রাজনীতি করেনা।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, জেলা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, স্থলবন্দর চেয়ারম্যান তপন চক্রবর্তী, কাষ্টম ভ্যাট এক্সাসাইজ খুলনা কমিশনার মোস্তবা আলী, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য আনোয়ার হোসেন বিপুল, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারি পরিচালক মাহমুদুল হাসান, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহা, ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি এস.এম আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, ভোমরা ইমিগ্রেশন পুলিশ ইনচার্জ শেখ জুয়েল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী আল ফেরদাউস আলফা, ভোমরা স্থলবন্দর ব্যবহারকারী এসোসিয়েশনের আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন, ইটাগাছা ভিআইপি ট্রাংক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাহাঙ্গীর হোসেন শাহীন প্রমুখ। এসময় ভোমরা স্থলবন্দর উপদেষ্টা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক প্রশাসন এন্ড ট্রাফিক মো. রেজাউল করিম।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)