কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
যশোরের কেশবপুর আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে পরিত্রাণ এর সহযোগিতায় বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) কেশবপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল রবিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দলিত পরিষদের (বিডিপি) উপদেষ্টা পরিত্রাণ এর নির্বাহী পরিচালক মিলন দাস সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিত পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি উদয় দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিত পরিষদের সহ-সভাপতি দিপালী দাস, কেশবপুর পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম মোড়ল, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, পৌর কাউন্সিলর এবাদত সিদ্দিকী বিপুল, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ ও সিপিবির সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু।
ত্রি-বার্ষিক কাউন্সিলে কেশবপুর উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার সর্বমোট ৯০ জন কাউন্সিলর প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কেশবপুর উপজেলা বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) এর নেতৃত্ব নির্বাচন করেন। নবাগত কমিটিতে সুজন দাস সভাপতি ও তপন দাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
নতুন নেতৃত্ব উপস্থিত কাউন্সিলর, দলিত কমিউনিটির প্রতিনিধি ও সুশীল সমাজ প্রতিনিধিদের নিকট দলিত জনগোষ্ঠীর সামাজিক, নাগরিক, আর্থিক ও রাজনৈতিক অধিকার আদায়ের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিত্রাণ প্রদীপ প্রকল্পের প্রজেক্ট অফিসার উজ্জ্বল দাস।
ইমেইলে