প্রিপেইড মিটার স্থাপন ও চুরি রোধে সাতক্ষীরায় বিশেষ অভিযান
প্রিপেইড মিটারে অবৈধভাবে ডিজিটাল চুরি রোধে সাতক্ষীরায় বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকো’র বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের চালতেতলা, স্টেডিয়াম ব্রিজ সংলগ্ন মাস্টারপাড়া, কাটিয়া নারকেলতলাসহ কয়েকটি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। এ অভিযান চলাচলে কোন অবৈধ সংযোগ বা চুরি ধরা পড়েনি। দুটি অটো রাইস মিল, দুটি ওয়েল্ডিং দোকান ও ১টি হার্ডওয়ারের দোকানে নতুন প্রিপেইড মিটার স্থাপন করা হয়। এব্যাপারে সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমান জানান, সাতক্ষীরায় বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকো’র আওতাধীন প্রায় শতভাগ বিদ্যুৎ গাহককে প্রিপেইড মিটারের আওতায় আনা হচ্ছে। খুব শীঘ্রই শতভাগ গ্রাহক প্রিপেইড মিটারের আসবে।
তিনি আরো বলেন, বিদ্যুতের সিস্টেম লসের কারণে জননেত্রী শেখ হাসিনা প্রিপেইড মিটার ব্যবস্থা চালু করেছেন। বর্তমানে কোন বিদ্যুতের লোড সেডিং নেই। দু’একটা প্রিপেইড মিটারে অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে চিহ্নিত করে পর্যায়ক্রমে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা স্বচ্ছ ও জবাবদিহিতার মধ্য দিয়ে সার্বক্ষণিক বিদ্যুৎ সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
এ অভিযানে উপস্থিত ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ খুলনা আব্দুল্লাহ আল-মামুন, বিদ্যুৎ আদালত খুলনা’র সহকারী প্রকৌশলী প্রসিকিউটর এ.কে আজাদ, সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকো’র সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান, আক্তার হোসেন, উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, মো. মতিয়ার রহমান, রাজিব চন্দ্র রায়, রুবেল হোসেন, আলতাপ হোসেনসহ পুলিশ সদস্য এবং স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।