অবশেষে দেশ ছেড়ে পালালেন মিশরের সিসি!
মিশরে ক্ষমতায় আছেন আবদেল ফাত্তাহ আল সিসি। তার বিরুদ্ধে কয়েক দিন ধরে চলছে বিক্ষোভ। বিক্ষোভকারীরা শ্লোগান তুলেছে- সিসি, তুই ক্ষমতা ছাড়। এমন পরিস্থিতিতে সিসি নিউইয়র্ক গিয়েছেন।
বিশ্লেষকরা বলছেন, আবদেল ফাত্তাহ আল সিসি নিউইয়র্কে গিয়েছেন দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপদ আশ্রয় খুঁজতে।
২০১৩ সালে ক্ষমতা দখলের পর থেকেই মিসরে সব ধরনের গণবিক্ষোভ নিষিদ্ধ করেন সামরিক শাসক আবদেল ফাত্তাহ আল-সিসি।
দীর্ঘদিন পর রাতের নীরবতা ভেঙে শুক্রবারা হঠাৎ বিক্ষোভে ফেটে পড়েন মিসরীয়রা। তারা স্লোগান দিতে থাকেন, সিসি, তুই ক্ষমতা ছাড়’। কিন্তু আকস্মিক এ বিক্ষোভে বিভিন্ন প্রশ্ন উঠে আসছে।
ওয়াশিংটন ডিসিভিত্তিক ব্রুকিংস ইনস্টিটিউশনের মধ্যপ্রাচ্যনীতিবিষয়ক কেন্দ্রের গবেষক খালিদ এলজিনদি বলেন, এমন একটি সরকারের শাসনামালে এই বিক্ষোভ হচ্ছে, যখন ভিন্নমতের প্রতি শূন্যসহনীয় নীতি অবলম্বন করা হচ্ছে।
আল-জাজিরার সাংবাদিক আহমেদ মনসুর বলেন, স্বৈরশাসক সিসি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাননি যেমনটি তিনি ঘোষণা করেছিলেন। তিনি মিশর থেকে নিউইয়র্ক গিয়েছেন ঠিকই, তবে তা হল পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য।
আহমদ মনসুর বলেন, সিসি মূলত বাইরে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ ও আশ্রয় অনুসন্ধান করতে গিয়েছেন। মিসরীয় জনগণ দীর্ঘদিনের ভয় ও বাধা ভেঙে তার পতনের দাবিতে রাস্তায় নেমে আসার বিষয়টি তিনি আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন।