শ্যামনগরে হত্যা মামলার আসামী গ্রেপ্তার
শ্যামনগর থানা পুলিশ গাবুরার আলোচিত আমিরুল হত্যা মামলার অন্যতম দুই আসামীকে গ্রেপ্তার করেছেন। বৃহস্পতিবার রাত ৯টার পরে পৃথক অভিযানে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) আব্দুর রাজ্জাক খুলনা জেলার রুপসা থানার আইচগাতী বংশীর মোড় ও খুলনার বটিয়াঘাটা বিরাট বাজার হতে আসামীদের গ্রেপ্তার করেন।
আসামীরা হলেন- শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামের মৃত জব্বার সানার ছেলে মান্নান সানা ওরফে কানা মান্নান ও তার ভাই কাসেম সানা।উল্লেখ্য, গত ১৪ আগস্ট সন্ধ্যার পরে আমিরুলকে নিজ বাড়ীর সামনে নৃশংস ভাবে হত্যা করে পালিয়ে যায় আসামীরা।
এ ঘটনায় নিহতের স্ত্রী নাসিমা আক্তার শ্যামনগর থানায় ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা বলেন, আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।