আশাশুনির খালিয়ায় পল্লী বিদ্যুৎ এর ভূতুরে বিলে অসহায় দিনমজুর
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ এর আওতায় আশাশুনি সাব জোনাল অফিসের খালিয়ায় এক দিনমজুর গ্রাহক পল্লী বিদ্যুৎ এর ভূতুরে বিলের স্বীকার হয়েছেন।
খালিয়া গ্রামের মেছের গাজীর ছেলে দিন মজুর লুৎফর গাজী সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ এর গ্রাহক। যার হিসাব নং-১১-১৮৭-৩০০৫। গত জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসায় ৩/৭/২০১৯ তারিখে আশাশুনি সাব জোনাল অফিসে মিটার নিরীক্ষা আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে মিটার পরিবর্তন করা হলে আগস্ট মাসে ১০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিল আসে।
একই মিটারে সেপ্টেম্বর মাসে ৩০০ ইউনিট বিল কি করে হল মেনে নিতে পারছেন না দিনমজুর লুৎফর। সরেজমিনে দেখা যায় মাত্র একটি লাইট আর একটি ফ্যানে ৩৪৪৪ টাকা বিদ্যুৎ বিল এসেছে।
এ বিষয়ে আশাশুনি জোনাল অফিসে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফোনে কথা বলতে রাজি হয়নি।
একদিকে চার সন্তানের টানাটানির সংসার অন্য দিকে পল্লী বিদ্যুৎ এর ভূতুরে বিলে অসহায় দিন যাপন করছেন দিন মজুর পরিবারটি।