পাখির আক্রমণে সাইকেল আরোহীর মৃত্যু
অস্ট্রেলিয়ায় রাজধানী সিডনির দক্ষিণে ওলংগং নামের এক শহরে ম্যাগপাই প্রজাতির পাখির আক্রমণে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
স্থানীয় পুলিশ জানায়, রোববার নিকোলসন পার্কে বাইসাইকেল চালাচ্ছিলেন ৭৬ বছর বয়সী ওই ব্যক্তি। এ সময় একটি পাখি আক্রমণাত্মকভাবে তার দিকে এগিয়ে আসলে পাশ কাটাতে চান তিনি। সেসময়ই একটি বেড়ার খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে মাথায় মারাত্মক আঘাত পান। পরে হেলিকপ্টারে করে সিডনির সেন্ট জর্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।
দোয়েল প্রজাতির ওই ম্যাগপাই পাখিগুলো প্রতিবছরই সেপ্টেম্বর ও অক্টোবরে আক্রমণাত্মক হয়ে ওঠে। বসন্তকালে প্রজনন মৌসুমে সাধারণত এই প্রজাতির পাখিগুলো তাদের সন্তানদের জন্য সবকিছুকে হুমকি মনে করে।
ম্যাগপাই পাখির আক্রমণ থেকে রক্ষা পেতে অস্ট্রেলীয়রা এ সময় বড় লাঠি নিয়ে বের হয়। বাইসাইকেল চালকরাও মাথায় হেলমেট পড়ে থাকেন।