শ্যামনগরে এডিস মশা নিধনে ইউপি সচিব
বাংলাদেশের সর্ব দক্ষিণ-পশ্চিম সুন্দরবন ও সীমান্ত উপকূলীয় উপজেলা শ্যামনগর। এই উপজেলার সদর ইউনিয়ন পরিষদে প্রতিটা ওয়ার্ডে বাড়ি বাড়ি বিরামহীন ভাবে ছুটে চলেছেন ইউপি সচিব আমিনুর রহমান। সাতক্ষীরা জেলা প্রশাসক ও শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে এবং সদর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জহুরুল হায়দারের সহযোগীতায় ডেঙ্গু মশার প্রকোপের শুরু থেকে বসে নেই শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ সচিব আমিনুর রহমান।
এমনটাই বলছিলেন ইউপি সদস্যবৃন্দ ও জনসাধারণ। সাধারণ মানুষের বাড়ীতে বাড়ীতে যেয়ে এডিস মশা নিধনে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। টানা মাসাধিককাল সকাল ১০টা থেকে শুরু করে দুপুর পর্যন্ত প্রতিদিন এ কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আজ ১৬ সেপ্টেম্বর শ্যামনগর সদর ইউনিয়নের নকিপুর গ্রামে এডিস মশা নিধনে সচেতনতা বৃদ্ধির জন্য সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে লিফলেট বিতরণ করেন শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ সচিব আমিনুর রহমান ও ইউপি সদস্য শক্তি শেখর চক্রবর্তী ও মহিলা সদস্যা দেলওয়ারা পারভীন।
এসময় ইউনিয়ন পরিষদ সচিব বলেন সরকারি নির্দেশ থাকলেও নিজের বিবেকের তাড়নায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য আমার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যদের সহযোগিতা নিয়ে সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে সরেজমিনে এডিস মশা জন্মানোর যায়গা নষ্টের জন্য সকলকে দিকনির্দেশনা দিচ্ছি, এছাড়া তাদের বাড়ির চারপাশে এডিস মশা বংশবিস্তারের স্থান ধ্বংসের জন্য উৎসাহ দিচ্ছি। ইতিমধ্যে আমার ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডের অধিকাংশ বাড়িতে কমবেশি যাওয়া পড়েছে প্রচারণার জন্য। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।