আশাশুনিতে ৩ মাদক ব্যবসায়ীসহ ৮ আসামী গ্রেফতার
আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন মামলার ৫ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সোমবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে এএসআই জয়নাল মোল্লা অভিযান চালিয়ে জিআর-৪৫/১৭ আসামী মহাজনপুর গ্রামের মৃত মুজিবর সরদারের পুত্র ইয়াছিন সরদারকে গ্রেফতার করেন।
এএসআই নাজিম উদ্দীন জিআর-৭৭/১৯ ও ৬২/১৯ আসামী রাজাপুর গ্রামের ইমান ঢালীর পুত্র এনায়েতকে, এসআই হাসানুজ্জামান নিয়মিত মামলা ৩১(০৮)/১৯ এর আসামী বুধহাটা গ্রামের আঃ মান্নান ওরফে নুনুর পুত্র জাহিদ হাসানকে, এএসআই শাহজামাল জিআর-৭৯/১৯ আসামী খালিয়া গ্রামের মৃত নওশের গাজীর পুত্র সাদ্দাম হোসেনাকে, এসআই বিজন কুমার সরকার নিয়মিত মামলা ২৪(০৮)/১৯ এর আসামী চেচুয়া গ্রামের দবির গাজীর পুত্র কবির হোসেনকে গ্রেফতার করেন। অপরদিকে এএসআই জয়নাল মোল্লা ও এসআই বিল্লাল হোসেন শেখ অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেনসিডিলসহ পাইকগাছার চাঁদখালী বাজারের মৃত মিরাজ সরদারের পুত্র আঃ গফ্ফার, সাতক্ষীরা সদরের শ্রীরামপুর গ্রামের মৃত আঃ মান্নান তরফদারের পুত্র ইকরামুল কবির ও মৃত আনছার আলী তরফদারের পুত্র সবুর তরফদারকে শোভনালী ইউনিয়নের বদরতলা গ্রাম হতে গ্রেফতার কারেন। এব্যাপারে থানায় ১৪(০৯)/১৯ নং মামলা রুজু করা হয়েছে।