অবসর প্রাপ্ত ও মৃত্যুবরণকারী শিক্ষক কর্মচারীদের চেক বিতরণ অনুষ্ঠান
কলারোয়া উপজেলা বে-সরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর পক্ষ থেকে অবসরপ্রাপ্ত ও মৃত্যুবরণকারী ৬ জন শিক্ষক-কর্মচারীকে চেক প্রদান করা হয়। সোমবার বিকাল ৪ টায় সময় শিক্ষক সমিতি ভবনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি হরিসাধন ঘোষ।
এসময় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা শিক্ষক সমিতি’র সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক এবাদুল হক, কলারোয়া প্রেসক্লাব সভাপতি শিক্ষক দীপক শেঠ, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, সহকারী প্রধান শিক্ষক শরীফুল ইসলাম, শিক্ষক সমিতির যুগ্ম-সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, সিনিয়র শিক্ষক শওকত আলী, শহিদুল ইসলাম, আব্দুর রউফ, শিক্ষক সাংবাদিক শামসুর রহমান লালটু, শিক্ষক দিলিপ কুমার, শাহানাজ পারভীন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক সহকারী প্রধান শিক্ষক বদরুজজামান।