পিতা-মাতার আদলে প্রতিবন্ধী কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা দিতে হবে-এমপি রবি
বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুল পরিচালনা পরিষদের ২৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১টায় শহরের সুলতানপুরস্থ স্কুল ভবনে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুল পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. অবুল কালাম বাবলা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য এবং স্কুলের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘পিতা-মাতার ¯ আদলে প্রতিবন্ধী কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা দিতে হবে। তারা অন্য শিশুদের মত স্বাভাবিক নয়। প্রতিবন্ধীরা ভাল শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন কর্মক্ষেত্রে অবদান রেখে চলেছে।’
বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের সার্বিক উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন, জেলা প্রতিবন্ধী বিসয়ক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মকসুমুল হাকিম, শেখ মাহফুজুর রহমান, অধ্যক্ষ আল আমিনুর রশীদ, সৈয়দ নাজমুল হক বকুল, সদস্য সচিব ও প্রধান শিক্ষক ফারজিনা নাহিদ নিগার, মনস সোম, শিক্ষক প্রতিনিধি হাবিবুল্লাহ হাবিব প্রমুখ। নির্বাহী কমিটির সভায় শিক্ষকদের সম্মানীভাতাসহ স্কুলের উন্নয়নকল্পে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
ম্যানেজিং কমিটির সভা শেষে মধ্যাহ্নভোজে অংশ নেয় দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মো. মহসিন হোসেন বাবলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মীর তাজুল ইসলাম রিপনসহ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের শিক্ষকবৃন্দ।