২০ বছর প্রতীক্ষার পর ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটি গঠন
দীর্ঘ ২০ বছর প্রতীক্ষার পর সাতক্ষীরা সদর এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির হস্তক্ষেপে ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিমিটেডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। রোববার বিকালে সাতক্ষীরা জেলা সমবায় অফিসার (ভারপ্রাপ্ত) হাসান মাহমুদ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ৫ সদস্য বিশিষ্ট এই অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করা হয়।
এই কমিটির সভাপতি হয়েছেন, মেসার্স আর.এফ ট্রান্সপোর্ট এজেন্সির স্বত্বাধিকারী ফিরোজ হোসেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, নিউ ট্রান্সপোর্ট এজেন্সির স্বত্বাধিকারী নুরুল হক, নিউ মাহমুদপুর ট্রান্সপোর্ট এজেন্সির স্বত্বাধিকারী শামছুজ্জামান, আকতার ট্রান্সপোর্ট এজেন্সির স্বত্বাধিকারী কাজী আকতার হোসেন ও মেসার্স প্রিয়াংকা ট্রান্সপোর্ট এজেন্সির স্বত্বাধিকারী কিনু কুমার বিশ্বাস।
জেলা সমবায় অফিসার স্বাক্ষরিত ওই পত্রে আরো উল্লেখ করা হয়েছে, এই ব্যবস্থাপনা কমিটির মেয়াদ ১২০ দিন। এর মধ্যে তারা নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটির কাছে তারা তাদের দায়িত্বভার হস্তান্তর করবেন।
কমিটির নেতৃবৃন্দ পরে এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে ফুলেল শুভেচ্ছা জানান। ##