কলারোয়ায় স্যানিটেশন ব্যবসায়ীদের ফলোআপ প্রশিক্ষণ
তক্ষীরার কলারোয়ায় স্যানিটেশন ব্যবসায়ীদের ব্যবসা বৃদ্ধির লক্ষে এক ফলোআপ প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠেয় প্রশিক্ষণের উদ্বোধন করেন আশা’র আঞ্চলিক সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম। সূচনা বক্তব্য দেন- উত্তরণ’র প্রকল্প ব্যবস্থাপক মোঃ হেদায়েতউল্লাহ মুকুল। প্রশিক্ষণ প্রদান করে-সাতক্ষীরা ফিল্ড অফিসের টাউন কোঅর্ডিনেটর মৃনাল কুমার সরকার, মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার মোঃ শরিফুল ইসলাম খান, মোছাঃ রোকসানা পারভীন ও রাহুল দে। এসময় প্রশিক্ষন কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া পৌর প্রেস ক্লাবের সভাপতি জুলফিকার আলী।
কলারোয়া পৌরসভার প্রান্তিক এলাকায় স্যানিটেশন বঞ্চিত মানুষের মাঝে সহজে, সুলভ মূল্যে ও গুণগত মানের স্যানিটেশন পণ্য পেতে পারে তার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণের মধ্যে দিয়ে স্যানিটেশন ব্যবসা করতে কী কী সমস্যা হয় তথা: ব্যবস্থাপনা বিষয়ক সমস্যা, আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক সমস্যা, ক্রেতা তৈরী বিষয়ক সমস্যা ও পণ্যের গুণগতমান বিষয়ক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দীর্ঘ সময়ে ক্রেতা ধরে রাখার জন্য গুণগত মানের পণ্য তৈরীসহ বয়স্ক, প্রতিবন্ধি ও দুর্যোগসহনশীল পণ্য উৎপাদনের বিষয়ে গুরুত্ব প্রদান করা হয়। স্যানিটেশন ব্যবসার ক্ষেত্রে দলীয় কাজের মাধ্যমে চিহ্নিত সমস্যাগুলো সমাধানের উপায় বের করা হয়।
চিহ্নিত সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে কি কি সম্পদ আছে এবং সমস্যা সমাধানের জন্য একটি কর্ম পরিকল্পনা করা হয়। পরবর্তী সময়ে পরিকল্পনা অনুযায়ি কার্যসম্পাদন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। প্রশিক্ষণে গোলাম রাব্বানী, মোঃ আলমগীর কবির লিটন, মোঃ রুহুল আমিন, ওহাবুজ্জামান মন্টু, মোঃ শাহজাহান আলিসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য-এইচপি, উত্তরণ ও প্রাকটিক্যাল এ্যাকশন নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সিমাভীর অর্থায়নে সাতক্ষীরা, বরগুনা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছেন।
প্রকল্পের মূল লক্ষ্য হলো-ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা। যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।