ল স্টুডেন্টস ফোরামের নির্বাচন ২১ সেপ্টেম্বর
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে জমে উঠেছে সাতক্ষীরা ল স্টুডেন্টস ফোরামের বার্ষিক নির্বাচন। শনিবার সন্ধ্যায় ২০১৯-২০ বছরের বার্ষিক নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার। আগামী ২১ সেপ্টেম্বর ৩১টি পদে ল স্টুডেন্টস ফোরামের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষ্যে সাতক্ষীরা ল কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ১৪ সেপ্টেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের দিন থাকলেও কোন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নি। নির্বাচনী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৮ টা পর্যন্ত। নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ কালে উপস্থিত ছিলেন ল কলেজের প্রভাষক ও ল স্টুডেন্টস ফোরামের উপদেষ্টা এড. মুনির উদ্দীন, প্রধান নির্বাচন কমিশনার নাজমুল হক, নির্বাচন কমিশনার কাজী শাহাব উদ্দীন সাজু, শেখ মোখলেছুর রহমান, আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।