দেবহাটায় আদালতের নির্দেশনা উপেক্ষা করে স্থাপনা নির্মাণ:পুলিশের হস্তক্ষেপে বন্ধ
দেবহাটার কুলিয়াতে আদালতের নির্দেশনা উপেক্ষা করে সিরাজ সরদার (৬০) নামের এক ব্যাক্তি কতৃক বিবাদপুরর্ণ জমিতে স্থাপনা নির্মাণ কালে অন্যান্য অংশীদারদের উপস্থিতিতে উত্তেজনাকর পরিস্থিতির একপর্যায়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে পুলিশ। শনিবার সকাল থেকে আদালতের নির্দেশনা উপেক্ষা করে কুলিয়া সোনালী ব্যাংক সংলঘ্ন বিবাদপুর্ন জমিতে নির্মাণ কাজ করছিলেন মৃত জমাত আলী সরদারের ছেলে সিরাজ সরদার।
পরে দু’পক্ষের মধ্যকার গোলযোগপুর্ণ পরিস্থিতি ও বিশৃঙ্খলা সৃষ্টির খবর পেয়ে দেবহাটা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌছে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিচারাধীন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্মান কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। উল্লেখ্য যে, সিরাজ সরদার তার পিতা জামাত আলী সরদার ও নিঃসন্তান চাচা মোবারক সরদারের রেখে যাওয়া ভিটাবাড়ী সহ মোট সম্পত্তি থেকে সুকৌশলে নিজের ভোগদখলে অধিক সম্পত্তি রেখে আপন অন্য ছয় ভাইবোন রেজাউল ইসলাম, নজরুল ইসলাম, জিয়ারুল ইসলাম, মনিরুল ইসলাম, খায়রুননেছা ও মেহেরুননেছাকে তাদের ন্যায্য অংশ থেকে বঞ্চিত করে আসছিলেন। এঘটনায় তাদের দু’পক্ষের মধ্যে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে।
বিচারকার্য চলমান মামলার মধ্য থেকে গত ৬ আগষ্ট ২০১৯ তারিখে পি- ১০১৫/১৯ মামলায় ১৪৪/১৪৫ ধারা জারি সহ বিবাদপুর্ন জমিতে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন।