সাতক্ষীরায় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ভোমরা স্থলবন্দর প্রাতিষ্ঠানিক শাখা কমিটি অনুমোদন
সাতক্ষীরায় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ভোমরা স্থলবন্দর প্রাতিষ্ঠানিক শাখা ৩৫ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাতক্ষীরা জেলা সহ-সভাপতি অধ্যাপক তপন কুমার শীলের সভাপতিত্বে গত ১৩ সেপ্টেম্বর-২০১৯ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় সংগঠনের জেলা কার্যালয়ে অনুমোদিত কমিটি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট আল
মাহমুদ পলাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি এম এ মুহিত ও মাষ্টার মোঃ আসাদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, ত্রাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, আইনজীবী প্রাতিষ্ঠানিক শাখা সভাপতি মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়, পৌর সভাপতি আসাদুজ্জামান লাভলু ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ভোমরাস্থল বন্দর প্রাতিষ্ঠানিক শাখার ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে আলহাজ্ব মোঃ আবু বক্কর সিদ্দিক মিনু, সাধারণ সম্পাদক পদে মোঃ কবির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ইয়াছিন আলী কে মনোনীত করা হয়। কমিটিতে ৩জন সহ-সভাপতি ৩জন যুগ্ন-সাধারণ সম্পাদক, ৩ জন সহ-সাংগঠনিক
সম্পাদক ও ১৮ জন সম্পাদক মন্ডলী এবং ৫ জন কার্যনির্বাহী সদস্য মনোনীত করে কমিটি অনুমোদন দেয়া হয়।