শ্যামনগরে অস্ত্রের মুখে ৬ ব্যক্তিকে উঠিয়ে নেওয়ার অভিযোগ
শ্যামনগর উপজেলায় গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামে একই রাতে অস্ত্রের মুখে ৬ব্যক্তিকে উঠিয়ে নেওয়ার অভিযোগে থানায় জিডি হয়েছে। আজ শুক্রবার রাত ১টার দিকে মাছের ঘের পাহারা দেওয়ার সময় ওই ৬ ব্যক্তিকে উঠিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। এঘটনায় ওই গ্রামের হযরত কাগুজীর ছেলে মিলন হাসান শ্যামনগর থানায় ৬১৫নং জিডি করেছে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন- গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের মৃত নেছার উদ্দীন কাগুচীর ছেলে কাসেম আলী (৪৫) এবং একই গ্রামের হাকিম খানের ছেলে হাবিবুল্যাহ খান (৪৫), মোহাম্মদ কাগুচীর ছেলে রফিকুল কাগুচী (৩০), হাকিম গাজীর ছেলে মাকসুদুল গাজী (৪৫), আছর উদ্দীন কাগুচীর ছেলে আক্তার কাগুচী (৩৫) এবং এশার আলী কাগুচীর ছেলে মহিবুল্লাহ কাগুচী (৪০)।
জিডি সুত্র মতে, প্রতিদিনের ন্যায় মৎস্য ঘের পাহারা দেওয়ার জন্য শুক্রবার রাতে ওই ৬ ব্যক্তি মাছের ঘেরের বাসায় যেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে খোজা খুজি করে কোথাও না পেয়ে বিষয়টি শ্যামনগর থানা পুলিশকে অবহিত করেন।
গাবুরা ইউপি চেয়ারম্যান জি, এম, মাসুদুল আলম সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় স্থানীয় জনগনের মধ্যে আতংকের সৃষ্টি হয়েছে।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের তৎপরতা অব্যহত আছেএ।