আশাশুনিতে ওয়ার্ল্ড ভিশনের উন্নয়ন কর্ম পরিকল্পনা প্রণয়ন সভা
আশাশুনিতে সিভিএ ওয়ার্কিং গ্রুপের আয়োজনে অংশগ্রহণ মূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন (ইন্টারফেইস) সভা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন আশাশুনি এপি’র সহযোগিতায় সেবাদাতা ও সেবা গ্রহিতাদের অংশ গ্রহনে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবা নিশ্চিতকরণ বিষয়ক উন্নয়ন কর্ম পরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন। সিভিএ ওয়ার্কিং গ্রুপ সভাপতি তহমিনা রহিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, জীবন জীবিকা প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক মলয় কান্তি বিশ্বাস, এপি ম্যানেজার মেথিল্ডা মেন্ডিস। সভায় অন্যদের মধ্যে আলোচনা রাখেন, প্রোগ্রাম অফিসার সুজিৎ হালদার, মানিক হালদার, স্বপন ডেভিড সাহা, মহিলা অধিদপ্তরের ইন্সপেক্টর শারমীন চৌধুরী, পারভিন সুলতানা লিপি, মেম্বার মিজানুর রহমান প্রমুখ। সভায় ইউনিয়ন পরিষদের সেবার বৈশিষ্ট পর্যবেক্ষণ, মানদন্ড নির্ণয়, মনিটরিং মানদন্ড যাচাই, কর্মপরিকল্পনা প্রণয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।