আশাশুনিতে জাতীয় ফুটবল টুর্ণামেন্টে শ্রীউলা উপজেলা চ্যাম্পিয়ন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭) উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শ্রীউলা ইউনিয়ন ফুটবল একাদশ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দরগাহপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।
বিকাল ৪ টায় বিপুল দর্শক সমাগমে তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলায় নির্দ্ধারিত সময়ে কোন দল গোল করতে সক্ষম হয়নি। ফলে খেল্ াটাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে শ্রীউলা ইউনিয়ন ফুটবল একাদশ ৩-১ গোলের ব্যবধানে দরগাহপুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন নাসির উদ্দিন। সহযোগি রেফারী ছিলেন ফারুক হোসেন স্বপন, শেখ মনিরুজ্জামান ও আনিছুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত খেলা উপখেভাগ ও ট্রফি বিতরণ করেন, এমপি অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী অফিসাীর মীর আলিফ রেজা, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, ফিংড়ী ইউপি চেয়ারম্যান শামছুর রহমান, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলি, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, প্রতাপনগর চেয়ারম্যান শেখ জাকির হোসেন, খাজরা চেয়ারম্যান আলহাজ¦ শাহ নেওয়াজ ডালিম, কুল্যা চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী, বড়দল চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক স ম সেলিম রেজা সেলিম, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, পিআইও সোহাগ খান, মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি নীলকণ্ঠ সোম, আশাশুনি প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সেক্রেটারী জি এম আল-ফারুক, সাংবাদিক প্রভাষক মাসুদুর রহমান, সোহরাব হোসেন, শেখ হিজবুল্লাহ, প্রভাষক মুকুল, শেখ আরাফত, মেম্বার শাহ আলম বাচ্চু, মেম্বার জাহাঙ্গীর আলম মিতু প্রমুখ উপস্থিত ছিলেন।