ডেঙ্গু নিধনে সম্মিলিত ভাবে কাজ করি সাতক্ষীরাকে সবুজ জেলা গড়ে তুলি
ডেঙ্গু নিধনে সম্মিলিত ভাবে কাজ করি সাতক্ষীরাকে সবুজ জেলা গড়ে তুলি। আমার বাড়ী পরিচ্ছন্নতায় কাজ করি, অন্যকেও উদ্বুদ্ধ করি এই আহবান জানিয়ে কালিগঞ্জে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম, মোস্তফা কামাল বলেন। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী এর সভাপতিত্বে ডেঙ্গু পরিস্থিতি ও ডেঙ্গু বিস্তার রোধে সার্বিক অগ্রগতি সম্পর্কে জনসচেতনতা মুলক পর্যালোচনা সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজা, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক জন প্রতিনিধি ও সুধিবুন্দ উপস্থিত ছিলেন।