দেবহাটার লাবন্যবতী খাল থেকে এক যুবতীর লাশ উদ্ধার
সাতক্ষীরার দেবহাটা উপজেলার একটি খাল থেকে এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার কুলিয়া ইউনিয়নের লাবন্যবতী খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ডুবতীর নাম ডলি পারভীন (২২) তিনি উত্তর কুলিয়া গ্রামের আমির আলি গাজীর মেয়ে।
স্থানীয়রা জানান, ভোরে ডলি বাড়ি থেকে বের হয়ে কুলিয়া বাজারে চা পান করে নদীর ধারে যায়। এরপর লাবন্যবতী খালে মাছ ধরার সময় জেলেদের জালে উঠে আসে তার লাশ। স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা নিহতের পরিবারের উদ্ধৃতি দিয়ে জানান, ডলি মৃগীরোগী ছিলেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে নদী পানিতে নামার পর তিনি এ রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে মারা গেছেন। তিনি আরো জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে আসল রহস্য জানা যাবে।